বিসিবিতে শোকের ছায়া, লিটনদের জয়ের রেশ না কাটতেই মারা গেলেন জাতীয় দলের ক্রিকেটার

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মীর বেলায়েত হোসেন মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিজ জেলা ময়মনসিংহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সাবেক এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৭০ বছর। সাবেক ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


জাতীয় দলের জার্সিতে ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন মীর বেলায়েত। ১৯৭৯ সালের আইসিসি ট্রফির স্কোয়াডের সদস্যও ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। আশির দশকে ঘরোয়া ক্রিকেটে সাহসী ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত ছিলেন তিনি।


ঘরোয়া ক্রিকেটে আবাহনী, কলাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন মীর বেলায়েত। এছাড়া, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করেছেন তিনি। ক্লাব ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং ও দুর্দান্ত উইকেটকিপিংয়ের জন্য বেশ আলোচিত ছিলেন এই ক্রিকেটার।


অবসর নেওয়ার পর ৭৯টি প্রথম শ্রেণি, ৮১টি লিস্ট 'এ' এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বেলায়েত। পাশাপাশি বিসিবির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post