লিটন, মিরাজদের লজ্জায় ডুবিয়ে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন শরিফুল ইসলাম

 

বাংলাদেশের ১৩তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেই এ মাইলফলক স্পর্শ করেন শরিফুল।


২০২১ সালের মার্চে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় শরিফুলের। এরপর দলের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হয়ে যান তিনি।


পাকিস্তানের বিপক্ষে মাইলফলকের ম্যাচ খেলতে নামার আগে ৪৯ টি-টোয়েন্টিতে ৫৭ উইকেট শিকার করেছেন শরিফুল। তার বোলিং গড়- ২২.৮৫ ও ইকোনমি ৮.০৭। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে। ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।


শরিফুলের আগে বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, আফিফ হোসেন, মাহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল হোসেন শান্ত।



টি-টোয়েন্টি ছাড়াও বাংলাদেশের জার্সিতে ১২টি টেস্ট ও ৪০টি ওয়ানডে খেলেছেন শরিফুল। টেস্টে ২৬ ও ওয়ানডেতে ৫৮ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী এ টাইগার পেসার।

Post a Comment

Previous Post Next Post