সকালে ঘুম ভাঙতেই দুই বোন দেখলেন মা-বাবার নিথর দেহ



নওগাঁর পোরশা উপজেলায় এক বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- উপজেলার শীতলী ফকিরপাড়া গ্রামের হাই বাবু (৪৭) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। হাই বাবু ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।


পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হাই বাবু ও মোমেনা। বুধবার সকালে তাদের দুই মেয়ে ঘুম থেকে উঠে দেখতে পান মা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন এবং বাবা ঘরের তীরে গলায় রশি দিয়ে ঝুলছেন। এ দৃশ্য দেখে ছোট মেয়ে ঘরের দরজা খুলে প্রতিবেশীদের জানায়।


পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’



Post a Comment

Previous Post Next Post