পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়লেন জাকের-মেহেদি, ভেঙে গেলো ১০ বছরের রেকর্ড

 

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের দিনে রেকর্ড গড়েছেন জাকের আলি অনিক ও শেখ মেহেদি হাসান। পঞ্চম উইকেটে তারা ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়েন। 



পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে পঞ্চম উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৪ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান ও নাসির হোসেন ৪৪ রানের জুটি গড়েছিলেন।


মঙ্গলবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় মুখোমুখি বাংলাদেশ। এদিন টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।



আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ৫.৫ ওভারে মাত্র ২৮ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।



দলের এমন কঠিন বিপদে হাল ধরেন দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান জাকের আলি অনিক ও মেহেদি হাসান। তারা ৪৯ বলে ৫২ রানের জুটি গড়েন। মেহেদি হাসান ২৫ বলে দুই চার আর দুই ছক্কার সাহায্যে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন।



মেহেদি আউট হলেও উইকেটের এক প্রান্ত আগলে রাখেন জাকের আলি অনিক। তিনি লেজের ব্যাটসম্যানদের নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করে যান।



ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়ার আগে ৪৮ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেন জাকের আলি। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।



পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সালাম মিরাজ, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি।

Post a Comment

Previous Post Next Post