বিয়ে করবে বলে কত আশায় ছেলে বাড়ি বানাল কিন্তু স্বপ্ন পূরণ হলো না



আমার ছেলেকে ওরা গুলি করে মেরে ফেলল, আমার ছেলের কত স্বপ্ন ছিল, ওরা তা পূরণ করতে দিলো না। ও বিয়ে করবে বলে কত আশা করে বাড়ি বানাল কিন্তু বিয়ে করে বউকে আর আনতে পারলো না। কত মেয়ে দেখেছি আমার বাবাকে ধুমধাম করে বিয়ে দেব বলে, সেই আশা আমার আর পূরণ হলো না। ও তো দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিল। ওর কী দোষ ছিল, ওকে কেন গুলি করে মারতে হবে।’

ছেলে হারিয়ে কান্না করতে করতে বিলাপ করে এসব কথা বললেন বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সংঘর্ষে নিহত দীপ্ত সাহার মা বিভা রানী সাহা।

Post a Comment

Previous Post Next Post