প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খু'ন



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুর প্রেমিকাকে ফলো করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক বন্ধু। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি


প্রেমিকাকে ফেসবুকে অনুসরণ করায় পছন্দ হয়নি বন্ধুর। এক পর্যায়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ১৭ বছর বয়সী রেহান তার বন্ধু ওয়াশিমের প্রেমিকাকে ফেসবুকে অনুসরণ করায় ক্ষুব্ধ হয়ে সাহিত্য এবং রাহিলকে সঙ্গে নিয়ে রেহানকে হত্যা করা হয়। 


পুলিশ জানিয়েছে, শাহিন এবং রাহিলকে সঙ্গে নিয়ে বন্ধু রেহানকে ডেকে গাজিয়াবাদের চলে ভাতিউরে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। সাহিল রেহানের হাত চেপে ধরে এবং ওয়াশিম ছুরিকাঘাত করে।  


দিল্লি থেকে আসা রেহানের মরদেহ মঙ্গলবার ইলাইচাইপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post