ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এছাড়া তাদের হাতে দেখা যায় ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ এবং ‘ওয়ান্টেড নেতানিয়াহু’ লেখা প্ল্যাকার্ড।
বিক্ষোভে অংশ নেওয়া ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন’ (এএমপি) ও অন্যান্য সংগঠনগুলো সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে তারা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানাবে।
এদিকে রোববার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি সম্পন্ন হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা ইসরাইলের সঙ্গে অনেক বিষয় নিয়ে কাজ করছি। এর একটি হচ্ছে ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি।’
ওয়াশিংটনে অবস্থানকালে নেতানিয়াহু মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় ৫৭ হাজার ৪শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরাইলি সেনাবাহিনী এখনো গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে।