হয়তো ব্রায়ান লারার রেকর্ড অক্ষত রাখার জন্যই, ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ডিক্লিয়ার করলো মুলডার নিজেই.!
নিজে অপরাজিত ৩৬৭ রানে, দলের স্কোর ৫ উইকেটে ৬২৬। খেলা হয়েছে দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত।
এমন সময় ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার পথে না গিয়ে ইনিংস ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা অধিনায়ক উইয়ান মুল্ডার নিজে।
অদ্ভুত এক সিদ্ধান্তই বলতে হয়। টেম্বা বাভুমা ও কেশব মহারাজের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে অধিনায়কত্ব পাওয়া মুল্ডার রহস্যজনক ইনিংস ঘোষণা করলেন। যখন পুরো বিশ্ব তাকিয়ে তার দিকে, মুল্ডার কি পারবেন লারার রেকর্ড পেছনে ফেলতে?
ইনিংস ঘোষণা করে নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন প্রোটিয়া দলপতি।
বুলাওয়ে টেস্টে অনেকগুলো রেকর্ড গড়ে মুল্ডার নিজেকে থামিয়ে দিলেন ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় ৩৬৭ রানে।
যে পথে গ্যারি সোবার্সকে (৩৬৫*) পেছনে ফেলে মুল্ডার এখন টেস্টে পঞ্চম ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। আর দক্ষিণ আফ্রিকানদের মধ্যে আছেন সবার উপরে।
অধিনায়কত্বের অভিষেকে মুল্ডারের ৩৬৭ রানই এখন দুনিয়ার সেরা। আর কারও নেই ২৫০ পেরোনো ইনিংসও।
মুল্ডার ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছেন ২৯৭ বলে। যা বীরেন্দর শেবাগের পর দ্বিতীয় দ্রুততম। শেবাগের লেগেছিলো ২৭৮ বলে।
সব রেকর্ডকে পেছনে ফেলে লারার ৪০০ টপকে যাওয়া হতো মুল্ডারের জন্য অন্যরকম কিছু। ২১ বছর পুরোনো রেকর্ড যে লেখা হতো নতুন করে। কিন্তু সব সম্ভাবনা অদ্ভুত এক সিদ্ধান্তে নিজেই শেষ করে দিলেন প্রোটিয়া ভারপ্রাপ্ত অধিনায়ক।
শেষ পর্যন্ত ৫ উইকেটে ৬২৬ রানেই প্রথম ইনিংস শেষ হয় দক্ষিণ আফ্রিকার। ৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টের মাত্র পঞ্চম সেশন চলছে।