বিসিবিতে বড়সড় রদবদল, বুলবুলের ১টি সিদ্ধান্তে হঠাৎ ওলট পালট বাংলাদেশ ক্রিকেট

 

বিসিবিতে বড়সড় রদবদলের আভাস!!


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা পর্যায়ে বড় ধরনের রদবদল আসতে পারে 

🔁

শোনা যাচ্ছে

▪️

 ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বদলি হতে পারেন এইচপি ইউনিটে।

▪️

 বর্তমান এইচপির ইনচার্জ জামাল বাবু পেতে পারেন ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব।

▪️

 এ রদবদল নিয়ে বিসিবি কর্মকর্তাদের মধ্যে চলছে দুশ্চিন্তা, বিশেষ করে নাফীসকে সরানো নিয়ে!

🎙️

 পরিচালক মাহাবুবুল আনাম বলেন-

“এটি পুরোপুরি পেশাদার সিদ্ধান্ত, রদবদল করলে তা দক্ষতা বৃদ্ধির জন্যই হবে।”

আরও সম্ভাব্য রদবদল:

 গেম ডেভেলপমেন্ট বিভাগের আবু ইমাম মো. কাউসার - টুর্নামেন্ট কমিটি

 টুর্নামেন্ট কমিটির আরিফুল ইসলাম - গেম ডেভেলপমেন্ট

🛑

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনও এসব বিষয়ে কিছু জানেন না বলে জানা গেছে!

Post a Comment

Previous Post Next Post