পাকিস্তানিরা আর ক্রিকেট খেলতে পারবেন না, ক্রিকেট বিশ্বে নজিরবিহীন ঘটনা

 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস  টুর্নামেন্টে (ডব্লুসিএল) পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে পারবেন না পাকিস্তান নামে। শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের এমন নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



সম্প্রতি ডব্লুসিএলে ‘ভারত চ্যাম্পিয়নস’ কর্তৃক দুই দফায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস পিসিবির এক সূত্রের বরাতে জানিয়েছে, গত বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করা দলটির বিপক্ষে দুইবার খেলতে অস্বীকৃতি জানানোয় বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।



সেই টুর্নামেন্টের প্রথম পর্বে ও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচ ভারত বয়কট করলে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। ফাইনালে দলটি খেলবে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে। শীর্ষ কর্মকর্তারা অসন্তুষ্ট হলেও এই ম্যাচটি খেলতে অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে তারা স্পষ্ট জানিয়েছে যে ভবিষ্যতে কোনো দল বা লিগ বোর্ডের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না।



টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছোট পরিসরের লিগে পিসিবির অনুমতি ছাড়াই ‘পাকিস্তান’ নাম ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে এসব টুর্নামেন্টের মান ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।




পাকিস্তান সরকার ও ক্রীড়াবিষয়ক তত্ত্বাবধায়ক সংস্থা ইন্টার-প্রভিন্সিয়াল কো–অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। 

Post a Comment

Previous Post Next Post