ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাডো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন প্রবীণ নিহত হয়েছেন। রোববার রাতে ‘ওয়ের্ধা দামাই’ নামের ওই বৃদ্ধনিবাসে লাগা আগুনে আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
মানাডো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু জানান, স্থানীয় সময় রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং প্রবীণদের অনেকেই চলাফেরায় অক্ষম থাকায় বহুজনকে বাঁচানো সম্ভব হয়নি। উদ্ধার অভিযানে ১২ জন প্রবীণকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিমু রোটিনসুলু এএফপিকে জানান, নিহতদের অধিকাংশের মরদেহ ঘরের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় সন্ধ্যা হওয়ায় বেশিরভাগ প্রবীণ নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে অনেকের পক্ষেই দ্রুত বেরিয়ে আসা সম্ভব হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, দাউদাউ করে জ্বলছে বৃদ্ধাশ্রমের ভবন। এ সময় স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে প্রবীণদের নিরাপদে বের করে আনার চেষ্টা করেন। উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ভবন ও শিল্পপ্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। চলতি মাসের শুরুতে রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই মানাডোর এই দুর্ঘটনা দেশটির জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে এনে দিয়েছে। কর্তৃপক্ষ এখনো আগুনের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
