মিয়া খালিফা—লেবানিজ–আমেরিকান মডেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিত্ব—সম্প্রতি তরুণী নারীদের সঙ্গে অনেক বেশি বয়সী পুরুষদের সম্পর্ক নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকলেও নানা আলোচনায় তিনি নিয়মিতই সংবাদমাধ্যমে আসেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, খুব কমবয়সী নারীদের সঙ্গে উল্লেখযোগ্যভাবে বেশি বয়সী পুরুষদের সম্পর্ক তার কাছে অস্বস্তিকর মনে হয়। তার মতে, অনেক সময় বয়সের বড় পার্থক্যের কারণে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে, যা তরুণীর জন্য মানসিকভাবে ক্ষতিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
মিয়া বলেন, প্রাপ্তবয়স্ক হলেও ১৮ বছর বয়সী কেউ জীবনের অনেক অভিজ্ঞতায় যথেষ্ট প্রস্তুত নাও থাকতে পারেন। তাই সম্পর্কের ক্ষেত্রে বড় বয়স–পার্থক্য তরুণীর উপর চাপ সৃষ্টি করতে পারে। তিনি এটিকে একটি অসুস্থ প্রবণতা হিসেবে দেখেন।
একইসঙ্গে তিনি আরও বলেন, খুব কমবয়সী ছেলেদের সঙ্গে অনেক বেশি বয়সী নারীদের সম্পর্কের পক্ষেও তিনি নন। কারণ সেখানে ছেলেদের মানসিক চাপ বা বিভ্রান্তি তৈরি হতে পারে।
তবে মিয়া বয়সের পার্থক্যকে পুরোপুরি অস্বীকার করেন না। তার মতে, যখন একজন নারী পর্যাপ্ত পরিপক্বতা অর্জন করেন—যেমন ২৫ বছর বা তার বেশি—তখন তিনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী যে কারও সঙ্গে সম্পর্ক করতে সক্ষম। বয়স তখন বড় বিষয় নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই মুখ্য।
এ প্রসঙ্গে তিনি জানান, তরুণ বয়সে তিনি নিজেও এ ধরনের একটি সম্পর্কের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন এবং সে অভিজ্ঞতা থেকেই বোঝেন—কখন সম্পর্ক একজনের জন্য স্বাস্থ্যকর, আর কখন নয়।
Tags
বিনোদন
