সাকিবের সাথে একেমন শ*ত্রু*তা পোলার্ডের লাইভ ম্যাচে অপমানের কঠিন জবাব সাকিবের

 



লাইভ ম্যাচে অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। মাত্র ১ ওভারে ১০ রান দেওয়া সত্ত্বেও সাকিব আল হাসানকে আর বোলিংয়ে না এনে, বরং ৩ ওভারে ৪৮ রান দেওয়া বোলারকে এগিয়ে দেন তিনি। অথচ নিজে বল হাতে নেমে দেন ২ ওভারে ২১ রান। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবের সাথে এমন আচারণ মোটেই মেনে নিতে পারেনি নেটিজেনরা। তারা জানান ঠাণ্ডা মাথার কামব্যাকই হবে তার আসল পরিচয়—কাজ দিয়ে জবাব, এটাই সাকিবের স্বভাব।

Post a Comment

Previous Post Next Post