বাংলাদেশ দলে একাধিক চমক! টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বিসিবির

 



২০২৬ আইসিসি টি–২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের দারুণ সমন্বয় দেখা গেছে। বিপিএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চূড়ান্ত দল নির্ধারিত হবে। শান্তের সেঞ্চুরিতে তার জায়গা অনেকটাই নিশ্চিত,  চার নম্বরে খেলবেন পারভেজ ইমন , ব্যাকআপ কিপার ও ফিনিশার হিসেবে থাকছেন সোহান।স্পিন আক্রমণের বড় ভরসা রিশাদ হোসেন, শেখ মাহেদি ও নাসুম আহমেদ, আর তাসকিন, শরিফুল, তানজিম ও মুস্তাফিজ সামলাবেন পেস আক্রমণ । লক্ষ্য একটাই—আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ক্রিকেট খেলে বিশ্বকাপে সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।




Post a Comment

Previous Post Next Post