খালেদা জিয়াকে নিয়ে করা মাশরাফির ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়



বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে শোকস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। বিএনপির এই শীর্ষ নেত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফির বিশেষ বার্তা

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক হ্যান্ডেলে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাশরাফি লেখেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

Post a Comment

Previous Post Next Post