দীর্ঘ ১৭ বছরের এক সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় অংশ নেন তিনি। জনসমুদ্রে দাঁড়িয়ে দেওয়া তার সেই আবেগঘন ভাষণ যেমন সাধারণ মানুষকে আন্দোলিত করেছে, তেমনি সেই মুগ্ধতার ঢেউ আছড়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। তারেক রহমানের বক্তব্যের একটি বিশেষ অংশ শুনে নিজের অনুভূতি ধরে রাখতে পারেননি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
বক্তব্যের যে লাইনটি ছুঁয়ে গেল পরীমনির হৃদয়
তারেক রহমানের প্রত্যাবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি সরব হয়েছেন তারকারাও। তবে পরীমনির ফেসবুক স্ট্যাটাসটি নেটিজেনদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে। ভাষণে তারেক রহমান যখন জনগণের আকাঙ্ক্ষার কথা বলছিলেন, ঠিক সেই মুহূর্তটি নিয়ে পরীমনি লেখেন— “‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে!”
নায়িকা তার পোস্টে আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি কেবল শান্তিময় এক জীবনের প্রত্যাশা করছেন। তিনি লেখেন, “শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”
জনসমুদ্রে তারেক রহমানের প্রথম বার্তা
আজকের এই ঐতিহাসিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে তারেক রহমান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”
বক্তব্যজুড়ে ফুটে ওঠে আগামীর বাংলাদেশের রূপরেখা এবং জনগণের মৌলিক অধিকারের দাবি। তিনি জোরালোভাবে বলেন, বাংলাদেশের মানুষ আজ কথা বলার এবং তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সবাইকে নিয়ে একযোগে দেশ গড়ার ডাক দেন তিনি।
শোবিজ ও রাজনীতির মেলবন্ধন
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে এক অভাবনীয় উচ্ছ্বাস দেখা যাচ্ছে। একদিকে পরীমনির মতো তারকারা যেমন বক্তব্যে মুগ্ধতা প্রকাশ করছেন, অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’ গানটি এই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
পরীমনির স্ট্যাটাসের নিচে ভক্তদের অসংখ্য মন্তব্য জমা পড়েছে। সেখানে অনেকেই দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার আশা ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর তারেক রহমানের এই ফেরা এবং শোবিজ তারকাদের ইতিবাচক প্রতিক্রিয়া দেশের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।
