নো বল নয়, তবুও বোল্ড হয়েও আউট হলেন না মুশফিক, বিপিএলে অদ্ভুত ঘটনা! যা বলছে আইসিসির নিয়ম

  



বিপিএলে মুশফিক সব অপমানের জবাব দিয়ে অপরাজিত ৫০ রান করে ম্যঅচ জিতলো রাজশাহী।

তুই কি পাগল নাকি, হঠাৎ লাইভ ম্যাচ চলাকালে মাঠেই রেগে গেলেন মুশফিকুর রহিম। সিলেট বনাম রাজশহিীর ম্যাচে ঘটলো অদ্ভুত ঘটনা। যখন ম্যোচ জিততে ২২ বলে ৩৬ রানের প্রয়োজন। ব্যাট করছিলেন মুশফিক। তবে তিনি পুরোপুরি ভাবে প্রস্তুত হওয়ার আগেই সিলেটের বোলার বল করে বোল্ড করে স্ট্যাম্প ভেঙে আউটের আবেদন করেন। এতে ক্ষুব্ধ হয়ে মুশফিক তেড়ে যান বলারের দিকে। বোলারও এগিয়ে যান মুশফিকের দিকে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে আম্পায়ার এসে তা সামাল দেন। 

Post a Comment

Previous Post Next Post