বিপিএলে ঘটে গেল এক ম’র্মান্তিক মৃ/ ত্যু, মাথায় আকাশ ভেঙ্গে পড়লো ঢাকা ক্যাপিটালসের

 




মাঠেই অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে ঢাকার সহকারী কোচ জাকিকে! মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

বিপিএলের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ মাঠেই অসুস্থ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জ্যাকি। মাঠেই জ্যাকিকে কয়েক দফায় সিপিআর দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। 

একটু পরই সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানায়, অসুস্থ বোধ করার পর অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী। তাঁকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারদের পর্যবেক্ষণের পর পরবর্তী আপডেট জানানো হবে।

তবে বাঁচানো গেল না জ্যাকিকে। না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।




Post a Comment

Previous Post Next Post