ব্যাট হাতে মাঠে ফিরতেই দুর্দান্ত ফিনিশিংয়ে নজর কেড়ে ২০২৬ বিশ্বকাপে ফেরার বার্তা সাব্বিরের

 



২১০ স্ট্রাইক রেটে নিজের জাত চিনিয়ে দিলেন সাব্বির রহমান। মাত্র ১০ বলেই ২১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। পুরনো সাব্বিরের আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক আবারও দেখে  দর্শকরদের উত্তেজনা ও উল্লাস। একের পর এক বাউন্ডারি–ছক্কায় চাপে থাকা ম্যাচটা সহজ হয়ে যায় তার ব্যাটে। সাব্বিরের এই ইনিংস প্রমাণ করলো এখনও তিনি ম্যাচ ফিনিশার হিসেবে কতটা কার্যকর।

Post a Comment

Previous Post Next Post