২১০ স্ট্রাইক রেটে নিজের জাত চিনিয়ে দিলেন সাব্বির রহমান। মাত্র ১০ বলেই ২১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। পুরনো সাব্বিরের আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক আবারও দেখে দর্শকরদের উত্তেজনা ও উল্লাস। একের পর এক বাউন্ডারি–ছক্কায় চাপে থাকা ম্যাচটা সহজ হয়ে যায় তার ব্যাটে। সাব্বিরের এই ইনিংস প্রমাণ করলো এখনও তিনি ম্যাচ ফিনিশার হিসেবে কতটা কার্যকর।
Tags
খেলাধুলা
