২০২৫ সালে কি পেল আর কি হারালো বাংলাদেশ ক্রিকেট, দেখুন সব হিসাব নিকাশ

 



দেখতে দেখতে চলে যাচ্ছে আরও একটি বছর। বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল। চলে আসছে ২০২৬ সাল। এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২৫ সালে কেমন ছিল ক্রিকেট, ক্রিকেটের চারিদিক এবং বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতার গল্প।  



শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। 

২০২৫ সাল বেশ ঘটনাবহুল ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। বছর শুরুর সময়ে বিসিবি সভাপতি ছিলেন ফারুক আহমেদ। শেষ হচ্ছে যখন, তখন বিসিবি প্রধানের দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুককে বিসিবি থেকে বিদায় করার পর নির্বাচন করে আবারও বিসিবিতে ফিরেছেন ফারুক আহমেদ। তবে এবার সহ-সভাপতির পদে।



২০২৫ সালের শুরুতে দেশের ক্রিকেটে হয়েছে বিপিএল। দারুণ উত্তেজনাপূর্ণ বিপিএলে ধুমধাড়াক্কা ক্রিকেটের দেখা পেয়েছেন সমর্থকরা। চার-ছক্কার ফুলঝুরি ছুটেছে। অনিশ্চয়তার খেলায় ভালো খেলেও শেষ দিকে বাদ পড়েছে অনেক জায়ান্ট। ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে শিরোপা জিতে নেয় ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল। যদিও বর্তমানের আসরে নেই ফরচুন বরিশাল।



বছরের শেষ দিকে অ্যাশেজে ১১ দিনের মধ্যে সিরিজ হেরেছে ইংল্যান্ড, দারুণ দাপটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।



অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। 

আইপিএলের নতুন মৌসুমের মিনি নিলাম হয়েছে সর্বশেষ ১৬ ডিসেম্বর। সেখান থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ২৫ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছেন ক্যামেরন গ্রিন, নিয়েছে সেই কেকেআর।



চড়া দামে আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 

এর বাইরে নারী ক্রিকেটেও কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। নারীদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে, হারিয়েছে পাকিস্তানকে। পরে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে হারিয়ে দিতে না পারলেও কাঁপিয়ে দিতে পেরেছে। শ্রীলঙ্কার কাছে হেরেছে নিশ্চিত জেতা ম্যাচ। 


নারীদের ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয়ের আনন্দে মেতেছে ভারত। 




Post a Comment

Previous Post Next Post