ইতিহাস গড়া ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে রেকর্ড বই ওলট পালট মুস্তাফিজের, অবাক ধারাভাষ্যকাররা

 


আইএল টি-২০ তে আরও একবার নিজেকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ। এদিন ৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন কাটার মাষ্টার। ৮ ম্যাচে নিলেন ১৫ উইকেট। এদিকে মুস্তাফিজের বল ধরার কৌশল ও বল ছাড়ার কৌশল ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম আরেক ধারাভাষ্যকারকে অভিনয় করে দেখাচ্ছিলেন।যা দেখে রিতিমতো সবাই অবাক হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post