মুস্তাফিজুর রহমানকে যদি নিরাপত্তার অজুহাতে আইপিএল খেলতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশেরও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই ওঠে না। যে বোর্ড একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা পুরো দলের নিরাপত্তা কীভাবে দেবে? নিরাপত্তা নিয়ে প্রশ্ন একজনের জন্য হলেও তা পুরো দলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়ে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের কথা ভাবা উচিত। সম্মান, নিরাপত্তা ও ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে দৃঢ় অবস্থানে আসার অহ্বান নেটিজেনদের।
Tags
খেলাধুলা
.png)