মুস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হবে কিনা জানিয়ে দিল বিসিসিআই



২০২৬ সালের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়ে বড় চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে এই দলবদলকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতে এখন বইছে বিতর্কের ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উদ্ভূত এই পরিস্থিতিতে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।


মাঠের লড়াইয়ে রাজনীতির ছায়া


২০২৫ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ বদলে গেছে। সেই উত্তেজনার আঁচ এবার লেগেছে ক্রিকেট মাঠেও। কেকেআর মুস্তাফিজকে স্কোয়াডে নেওয়ার পর থেকেই ভারতের একাংশ কড়া প্রতিবাদ শুরু করে। এমনকি মুস্তাফিজকে খেলালে কেকেআরের ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন অনেকে।


বিজেপি নেতার হুঁশিয়ারি ও শাহরুখকে আক্রমণ


বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি কেকেআর মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন এবং তাকে ‘গাদ্দার’ বলে অভিহিত করেছেন। মুস্তাফিজের ভারতে প্রবেশ ঠেকানোর হুমকি দিয়ে এই রাজনৈতিক নেতা বলেন, মুস্তাফিজের মতো ক্রিকেটাররা ভারতে খেলতে এলে তাদের বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না।


বিসিসিআইয়ের স্পষ্ট বার্তা: ‘বাংলাদেশ শত্রু রাষ্ট্র নয়’


মুস্তাফিজকে কেন্দ্র করে যখন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখন সংবাদমাধ্যম ‘ইনসাইডস্পোর্ট’-এর মাধ্যমে মুখ খুলেছে বিসিসিআই। বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো ধরনের আইনি জটিলতা নেই।


বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিয়মিত সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা আসেনি। ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, ভারত বাংলাদেশকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে বিবেচনা করে না। ফলে বর্তমান নিয়ম অনুযায়ী, মুস্তাফিজের আইপিএলে অংশ নিতে কোনো বাধা দেখছে না ভারতীয় বোর্ড।


নিশ্চিন্তে কি খেলতে পারবেন মুস্তাফিজ?


বিসিসিআইয়ের এই গ্রিন সিগন্যালের ফলে মুস্তাফিজের কেকেআরে খেলা নিয়ে প্রশাসনিক বাধা আপাতত কেটে গেল। তবে ভারতের অভ্যন্তরীণ জনমত এবং রাজনৈতিক হুমকির মুখে আইপিএল চলাকালীন মুস্তাফিজের নিরাপত্তা ও পরিস্থিতি কেমন থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।




Post a Comment

Previous Post Next Post