এবার নড়েচড়ে বসেছে আইসিসি, ভারতে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত

 



টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

রোববার (৪ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় আইসিসি কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে আইসিসি।

ক্রিকবাজ জানিয়েছে, আগামী এক বা দুই দিনের মধ্যে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। এর আগে শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ ও পরিস্থিতি বিশ্লেষণ করে বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতে বাংলাদেশের জাতীয় দলের নিরাপত্তা, পরিচালনা পর্ষদের মূল্যায়ন এবং সরকারের পরামর্শ বিবেচনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারত সফরে অংশগ্রহণ করবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তাঁরা।


এ নিয়ে জানতে চাইলে দুপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।’


এর পর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

Post a Comment

Previous Post Next Post