বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়া নিয়ে শঙ্কা, কঠিন ১টি সিদ্ধান্তে বিসিবি

 



বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় ছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ৯.২০ কোটি রুপিতে নিলামে নেওয়া বাংলাদেশি এই তারকাকে কলকাতা স্কোয়াড থেকে বাদ দিয়েছে। এর আগে ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকেও শঙ্কায় ফেলেছে!


মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তিনি শঙ্কা দেখছেন ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে। আমিনুল বলছেন, ‘সামনে বিশ্বকাপ, সেক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে কিন্তু একটা শঙ্কার জায়গা থেকে যায়। সেই শঙ্কার জায়গাটা দ্রুত কাটিয়ে উঠতে, ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা দ্রুত সময়ে আলোচনা করে কীভাবে সুরাহা করা যায় (দেখুন)।’ 


এ ছাড়াও ধর্মীয়ভাবে ষড়যন্ত্র তৈরিতে কেউ জড়িত আছে কি না বিসিবিকে তা খতিয়ে দেখার আহবান আমিনুলের, ‘আইপিএল না খেললে হয়তো মুস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমাদের দেশ মুস্তাফিজকে যে সম্মান দেয় সেটার ঘাটতি হবে না। মুস্তাফিজ কিন্তু আগেও আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ দেওয়া হয়েছে, বিসিবির উচিত এর তদন্ত করা।’


এই যে ধর্মকে টেনে এনে অসাধু চক্র বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দূরত্ব তৈরির চেষ্টা করছে, সেটার জন্য আমাদের মুস্তাফিজের মতো প্রতিভাবান খেলোয়াড়কে যদি রিলিজ দিয়ে দেওয়া (কলকাতার ঘোষণার আগে) হয়, এটি অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি অবশ্যই মনে করি এ নিয়ে তদন্ত করে খতিয়ে দেখে এমনটা কেন হয়েছে তা যেন জাতির সামনে উপস্থাপন করতে পারে’, আরও যোগ করেন সাবেক এই তারকা গোলরক্ষক। 


এদিকে, বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, মুস্তাফিজ ইস্যুতে এখনও বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের ঘোষণা এলেই পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিসিবি। এর আগে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা পুরো আইপিএল আসরে মুস্তাফিজকে এনওসি দেওয়ার ঘোষণা দিয়েছিল। কেবল মাঝে দ্বিপাক্ষিক সিরিজের জন্য বিরতি নিতেন ফিজ, উদ্ভূত পরিস্থিতিতে তাকে আর সেরকম কোনো প্রক্রিয়ায় যেতে হচ্ছে না!   

Post a Comment

Previous Post Next Post