মুস্তাফিজকে আইপিএলে থেকে বাদ দিতেই ICC-র কাছে বিসিবির চিঠি, মহাবিপদে ভারতীয় ক্রিকেট বোর্ড

 



আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ। ভারতীয় উগ্রবাদীদের আন্দোলনের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত আসায় বাংলাদেশ মিনিস্টির নির্দেশে  আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি। 

চিঠিতে বলা হয়েছে, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দল কোচিং স্টাফ সাংবাদিক সবাই ঝুঁকিতে পড়তে পারে। তাই বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে, যা ভারতীয় ক্রিকেট বোর্ডকে বড় চাপের মুখে ফেলেছে।




Post a Comment

Previous Post Next Post