সাম্প্রতিক সময়ে জাতীয় দলের দলে না থাকলেও, কোনো ফরম্যাট থেকেই এখনও অবসরে যাননি সাকিব আল হাসান — নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মিডিয়ার সঙ্গে কথা বলার সময় সাকিবের দলে ফেরার জোরালো দাবি নিয়ে প্রশ্নের জবাবে বুলবুল বলেন, এই অলরাউন্ডার এখনও বাংলাদেশের জন্য খেলার জন্য উপলব্ধ এবং শিগগিরই তাঁর সঙ্গে বোর্ড বসবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে।
তিনি বলেন, “সাকিব একজন উপলব্ধ ক্রিকেটার। তিনি এখনও বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। আমরা তাঁর সঙ্গে কথা বলবো, এবং আলোচনার পরই আমরা সিদ্ধান্ত নেব।”
বর্তমানে গ্লোবাল সুপার লিগে (GSL) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা সাকিব ৩৮ বছর বয়সেও প্রমাণ করে চলেছেন নিজের দক্ষতা। তাঁর অভিষেক ম্যাচেই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান এবং ১৩ রানে ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন।
এমনকি যেসব ম্যাচে উইকেট পাননি, সেখানেও সাকিব ছিলেন অর্থনৈতিক ও কার্যকর। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তাঁর বোলিং নিয়ন্ত্রণ ও কৌশলগত দক্ষতার পরিচয় দিয়েছে, যখন বাকিরা ছিলেন অনিয়মিত।
বাংলাদেশের সামনে আসন্ন মাসগুলোতে তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। তাই বিসিবির সিদ্ধান্তের সময়টা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বিশ্বাস করেন, পারফরম্যান্স নয় — রাজনীতিই সাকিবকে দল থেকে দূরে রেখেছে।
এখন, বিসিবি আনুষ্ঠানিকভাবে সাকিবের উপলব্ধতা স্বীকার করায়, আগ্রহের কেন্দ্রে থাকবে সেই প্রতিশ্রুত বৈঠক। তবে একটা বিষয় স্পষ্ট — সাকিব আল হাসান এখনও শেষ হয়ে যাননি।