কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১




গাজীপুরের কাশিমপুরে আল-আমিন (১২) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম আশরাফুল ইসলাম (৩০)।


তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী সদর উপজেলার চর-বড়ভিলা গ্রামের আব্দুল হাকিমের পুত্র। সোমবার (০৭ জুলাই) সকালের দিকে মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর বুইড়া মার্কেট এলাকায় এই বলাৎকারের ঘটনা ঘটে।



পুলিশ জানায়, বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম বিগত কিছুদিন ধরে কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর (বুইড়া মার্কেট) এলাকায় ত্বারবিয়াতুল ওম্মা নূরানী মাদ্রাসায় শিক্ষাকতার পাশাপাশি ওখানে বসবাস করে আসছিলেন।


জানা যায়, সোমবার (০৭ জুলাই) সকালের দিকে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। পরে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে প্রথমে মাদ্রাসার পরিচালনা কমিটিকে অবহিত করেন।


ঘটনার বিষয়টি সত্যতা পাওয়ায় মাদ্রাসার পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হুজুর আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেন। বলাৎকারের অভিযোগে কাশিমপুর থানায় শিশুর বড় ভাই নাদিম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।


এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, মাদ্রাসায় শিশু বলাৎকারের দায়ে হুজুরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হুজুর সত্যতা নিশ্চিত করায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post