'হ্যাঁ! শাহিদ আফ্রিদির সঙ্গে সে'-'ক্স করেছি আমি' রাধে মার মুখোশ খুলে নয়া ঝড় ভারতীয় অভিনেত্রীর

 



সম্প্রতি আলোচনার কেন্দ্রে থাকা রাধে মা সম্পর্কে মন্তব্য করে খবরে এসেছিলেন ভারতীয় অভিনেত্রী তথা মডেল আরশি খান। এবার পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন।


একটি সাক্ষাৎকারে আরশি জানিয়েছেন, পাকিস্তানি এই ক্রিকেটারের সঙ্গে তার যৌনসম্পর্ক ছিল। যদিও একসময়ে আফ্রিদির সঙ্গে প্রণয় সম্পর্কের কথা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন আরশি।


অতীতে মিডিয়া সূত্রে খবর ছড়িয়ে পড়ে দুবাইয়ে রোমান্টিক সময় কাটাচ্ছেনম আরশি ও আফ্রিদি। কিন্তু সেই খবর অস্বীকার করেন আরশি। ক্ষুব্ধ আরশি মিডিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেন আফ্রিদি তার ভাল বন্ধু মাত্র।


কিন্তু সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে সবাইকে চমকে দিয়েছেন আরশি। তিনি টুইটে বলেন, "হ্যাঁ, আমি আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলাম। কারোর সঙ্গে শোয়ার জন্য কি আমায় এখন মিডিয়ার অনুমতি নিতে হবে? এটা আমার ব্যক্তিগত জীবন। আমার মতে ওটা ভালবাসাই ছিল।"


সম্প্রতি রাধে মা সম্পর্কে মন্তব্য করে সংবাদে চলে আসেন আরশি। তিনি অভিযোগ জানিয়েছিলেন, রাধে মা দেহ ব্যবসা চালান। শুধু তাই নয়, রাধে মার ব্যবসার দালাল নাকি তাকে দেহ ব্যবসায় যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয় বলেও আরশি অভিযোগ জানিয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post