মাত্র ১৪ বছর বয়সে ৫৫ বছরের মহিলার সঙ্গে উদ্দাম সে’-’ক্স ওম পুরীর, তারপর…

 



ওম পুরী, বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা। যদিও তাঁর কেরিয়ারে একাধির বিতর্ক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে ওম পুরী সেই বিষয় কখনই খুব একটা বিচলিত হননি। উল্টে নিজের অবস্থান তিনি খুব সহজেই স্পষ্ট করে দিয়েছেন এই সকল ক্ষেত্রে। তবে সবথেকে বেশি শোরগোল পড়ে গিয়েছিল যখন প্রকাশ্যে আসে তাঁর বায়োপিক। যা লিখেলিনে তাঁর স্ত্রী নন্দিতা পুরী।

‘Unlikely Hero: The Story of Om Puri.’ নামে এই বইয়ে লেখা ছিল ওম পুরী মাত্র ১৪ বছর বয়সে সেক্স করেছিলেন ৫৫ বছরের পরিচারিকার সঙ্গে। এখানেই শেষ নয়, এই বইয়ে লেখা রয়েছে, তাঁর সঙ্গে আরও এক পরিচারিকার দীর্ঘ দিন শারীরীক সম্পর্ক বজায় ছিল। তাঁর নাম লক্ষ্মী। তবে এর থেকেও বেশি দৃষ্টি কাড়ে এই প্রসঙ্গে যে উত্তর দিয়েছিলেন অভিনেতা ওম পুরী।

জানিয়েছিলেন, এতে দোষ কার? ১৪ বছরের ছেলেটির না ৫৫ বছরের মহিলার? ওম পুরীর এই উত্তর শুনে অনেকেই বেজায় অবাক হয়েছিলেন। কইমই.কম-এ প্রকাশিত এই খবর বিনোদন জগতে ঝড় তুলেছিল ওম পুরীর বায়োপিক ২০০৯ সালে যখন প্রকাশ্যে আসে তখনই। যদিও বরাবরই স্পষ্ট জবাবে জন্যে চর্চিত ওম পুরী। একাধিকবার নানা মন্তব্যের কারণে তিনি বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। এক্ষেত্রেও বিষয়টা তিনি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু তেমনটা না করে তিনি উল্টে এই বিষয় নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন। যদিও বিতর্ক এক্ষেত্রেও তাঁর পিছু ছাড়েনি।

Post a Comment

Previous Post Next Post