এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের ৬ দলের শক্তিমত্তা ও দূর্বলতা



বিপিএল শুরু হতে আর মাত্র দুইদিন বাকি। দলগুলো ইতোমধ্যে নিচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যোগ দিতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা। কোচরাও চলে এসেছেন। সব মিলিয়ে দেশের ক্রিকেটে বাজছে বিপিএলের দামামা।


এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয় দল। প্রথমবারের মতো খেলবে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের ছয় দলের শক্তিমত্তা ও দূর্বলতা।


রংপুর রাইডার্স: প্রতি বছরই তারকা সমৃদ্ধ দল গড়ে রংপুর রাইডার্স। এবার ব্যতিক্রম নয় তিস্তা পাড়ের দলটি। গত আসরে খেলা নুরুল হাসান সোহান, নাহিদ রানা, খুশদিল শাহ, ইফতিখার আহমেদরা তো আছেনই এবার তাদের সাথে যোগ হয়েছে কাইল মেয়ার্স, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মতো নাম। ব্যাটিংয়ের পাশাপাশি রংপুরের বোলিং ইউনিটও বেশ শক্তিশালী। মুস্তাফিজুর রহমান-নাহিদ রানার মতো পেস বোলার তো আছেনই, স্পিনে ব্যাটারদের পরীক্ষা নেবেন সুফিয়ান মুকিম, রাকিবুল হাসান, আলিস আল ইসলামরা। সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল রংপুর।


খুশদিল বললেন, ‘বাংলাদেশে খেলে বেতনের সাথে বোনাসও পেয়েছি’

রাজশাহী ওয়ারিয়র্স: নিলাম ও বাইরে থেকে দুর্দান্ত দল গঠন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিশেষ করে পদ্মা পাড়ের দলটি তরুণ ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক উপহার দিয়েছেন। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিবের মতো পারফর্মাররা তো আছেনই রাজশাহীর স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে আব্দুল গাফফার সাকলাইন, জিসান আলম, আকবর আলী, এসএম মেহরবের মতো তরুণ ক্রিকেটার। যারা ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেটে প্রতিষ্ঠিত নাম। সব মিলিয়ে শিরোপা জেতার মতো স্কোয়াড রাজশাহীর।


ঢাকা ক্যাপিটালস: গত আসরে তারকা সমৃদ্ধ দল গঠন করেও ভালো ফল আনতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তবে এবার শিরোপা জিততে বদ্ধ পরিকর রাজধানীর দলটি। গত আসরে রাজশাহীর হয়ে খেলা তাসকিন আহমেদ ও রংপুরের জার্সিতে দারুণ খেলা সাইফ হাসানকে নিলামের আগেই দলে নিয়েছে তারা। এছাড়াও সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটার খেলবেন তাদের হয়ে। বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলস, দাসুন শানাকা, ইমাদ ওয়াসিমের মতো পরীক্ষিত ক্রিকেটার রয়েছে ঢাকার স্কোয়াডে। সব মিলিয়ে এবার যেন আদা-জল খেয়ে নেমেছে তারা। যেভাবেই হোক শিরোপা জিততেই হবে তাদের।


সিলেট টাইটান্স: বিপিএলে সিলেটের খুব একটা সুখস্মৃতি নেই। কখনোই জেতা হয়নি শিরোপা। তবে এবার অধরা শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছে না সিলেট। মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, মঈন আলী সালমান ইরশাদের মতো বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমকের উপহার দিয়েছে তারা। দেশিদের মধ্যে নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদরা লড়বেন সিলেটকে শিরোপা জেতাতে। সব মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার টাইটান্স।


নোয়াখালী এক্সপ্রেস: বিপিএলে প্রথমবারের মতো খেলবে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজি এ লিগে নাম লিখিয়েই চমক উপহার দিয়েছে তারা। সৌম্য সরকার, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, হাবিবুর রহমান সোহানের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। বিদেশিদের মধ্যে মোহাম্মদ নবী তাদের অন্যতম বড় নাম। এছাড়াও হায়দার আলী, জনসন চালর্সের মতো পরীক্ষিত ক্রিকেটার খেলবেন নোয়াখালীর হয়ে। সব মিলিয়ে বাকি দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নবাগত দলটি।


চট্টগ্রাম রয়্যালস: বিপিএল শুরুর আগে বিপাকে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। পল স্টার্লিং, আবরার আহমেদ ও নিরোশান ডিকভেলাকে পাচ্ছে না বন্দর নগরীর দলটি। তবে শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরীফুল ইসলামরা নিজেদের দিনে একাই দলকে জেতানোর সামর্থ্য রাখেন। মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদুল হাসান জয়রা ছেড়ে কথা বলবেন না। সব মিলিয়ে কাগজে কলমে বেশ সমীহ জাগানো দল চট্টগ্রাম।




Post a Comment

Previous Post Next Post