বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বড় দিনের শুভেচ্ছার পাশাপাশি দেশের শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে একটি অত্যন্ত স্পর্শকাতর ও আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত ও এতিম হওয়া শিশুদের কথা তুলে ধরে সমাজের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন।
শিশুদের করুণ পরিণতির চিত্র
সাকিব তার পোস্টে বেশ কিছু নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেন, যেখানে শিশুরা তাদের বাবা-মাকে হারিয়ে এতিম হয়েছে বা নিজেরাই সহিংসতার শিকার হয়েছে। তিনি উল্লেখ করেন:
রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট শিশু।
টাঙ্গাইলের মোমিনের ছোট শিশু।
নৃশংস হত্যার শিকার দীপু দাসের ছোট শিশু।
গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট শিশু।
ওসমান হাদির ছোট শিশু।
সাকিব আক্ষেপ করে বলেন, "আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।"
'ওরা রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না'
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিশুদের কথা মনে করিয়ে দিয়ে সাকিব লিখেন, লক্ষ্মীপুরের শিশু আয়েশা কিংবা মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি। তিনি শিশুদের নিষ্পাপতা তুলে ধরে বলেন, "ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না—তবুও ওদের জীবন দিতে হয়েছে!"
দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন
সাকিব আল হাসান সমাজের বিবেককে নাড়া দিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের আচরণ নিয়ে। তিনি বলেন, শিশুদের জন্য এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য মানুষকে মানুষের মতো বেঁচে থাকতে হবে। সর্বোপরি একটি 'শিশুর বাসযোগ্য বাংলাদেশ' গড়ার লক্ষ্যে আমরা ঠিক কতটা দায়িত্বশীল আচরণ করছি, সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি।
পোস্টের শেষে সাকিব দেশের আগামী প্রজন্মের কারিগরদের সুস্থ ও ভালো থাকার কামনা করেন। একই সাথে তিনি সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে তার বার্তাটি শেষ করেন।
সাকিবের এই মানবিক পোস্টটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভক্ত ও সাধারণ মানুষ সাকিবের এই সচেতনতামূলক বার্তার প্রশংসা করছেন।
