নুসরাত ফারিয়ার ১৭ সেকেন্ডের ভিডিও ফাঁ/ স! (ভিডিও)

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

১০ বছর আগে একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখেন তিনি। এরপর আরজে, মডেলিং, স্টেজ শো উপস্থাপনা যখন যেখানে কাজ করেছেন সেখানেই সফলতা এসেছে তার।

এদিকে টলিউডের সিনেমা সৌমিক হালদারের ‘আবার বিবাহ অভিযান’। যা মুক্তি পাবে ৮ জুন। সিনেমাটি কেন্দ্র করে ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন এই অভিনেত্রী। তার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১৬ মে) ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ফারিয়া। এরপর থেকেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় এটি। ফারিয়ার ভক্তরা বেশ প্রশংসা করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ করেছেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজ। এ ছাড়াও চলছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং।

https://fb.watch/kAgC33iECr/?mibextid=Nif5oz

Post a Comment

Previous Post Next Post