মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে শঙ্কা!



আগামী বছরের ২৬ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। দশ ফ্র্যাঞ্চাইজির আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নেয়ার কথা মুস্তাফিজুর রহমানের। টাইগার কাটার মাস্টারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কৃলকাতা নাইট রাইডার্স। 



তবে টুর্নামেন্ট শুরুর মাস তিনেক আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় এসেছে আইপিএল। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মুস্তাফিজকে মাঠে নামানোর বিরোধিতা করেছেন এবং এ নিয়ে মাঠে ভাঙচুর চালানোর হুমকিও দিয়েছেন। তাতেই ফিজের আইপিএল খেলা নিয়ে শঙ্কা।


উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’ এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের আহ্বানও জানানো হয়েছে।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপ চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিক নিহতের অভিযোগ ওঠে। পরে ২৪ ডিসেম্বর রাজবাড়িতে অমৃত মন্ডল নামে আরেকজন হিন্দু ধর্মাবলম্বী চাঁদাবাজির অভিযোগে নিহত হন।



ভারতীয় সংবাদমাধ্যম 'ফার্স্ট পোস্ট' এর তথ্য অনুযায়ী, এসব ঘটনায় উজ্জয়িনীর ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন, মুস্তাফিজ খেললে কেকেআরের ম্যাচে মাঠে ঢুকে পিচ নষ্ট করা বা খেলা বন্ধ করার চেষ্টা করবেন। এমন সময়ে বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া হিন্দু সম্প্রদায়ের প্রতি অসম্মানও বলছেন অনেকে।


এমন পরিস্থিতিতে মুস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিষয়টি ক্রিকেট অপারেশন্স বিভাগ দেখবে এবং আইপিএলের সূচি ও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।


আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দলের সূচিতে আন্তর্জাতিক ব্যস্ততাও রয়েছে। আগামী এপ্রিল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই চাইলেও পুরো আইপিএল খেলতে পারবেন না ফিজ। অন্তত ওয়ানদে সিরিজ খেলতে হবে। 


এদিকে, বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও জানিয়েছেন, মুস্তাফিজকে প্রায় ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে। তবে এখনযার এই পরিস্থিতিতে বাঁহাতি এই পেসারের খেলা নিয়ে আইপিএল কর্তৃপক্ষ এবং বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। 

Post a Comment

Previous Post Next Post