আবহাওয়া নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ!

 

kuyasa-2512271448-768x418

দেশজুড়ে ক্রমান্বয়ে তাপমাত্রা কমার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। এর মধ্যে ঘন কুয়াশা নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিডব্লিউওটি জানায়, সন্ধ্যার পর থেকেই দেশের বেশ কিছু স্থানে সক্রিয় হতে পারে ‘কুয়াশাবেল্ট’। এ ছাড়া রাত বাড়ার সাথে সাথে সারাদেশেই কুয়াশাবেল্ট সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। আজ রাতেও দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে।

খুলনা ও চট্টগ্রাম বিভাগে কুয়াশার প্রভাব কিছুটা কম থাকলেও দেশের বাকি সব অঞ্চলে রাত থেকে সকাল ৯টা অথবা ১০টা পর্যন্ত, এমনকি কিছু কিছু স্থানে দুপুর পর্যন্ত কুয়াশাবেল্ট সক্রিয় থাকতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সকল নৌরুটে আজ রাত ৯টার পর থেকে সারারাত ঘন কুয়াশা থাকতে পারে। এ ছাড়া সড়কপথেও দৃষ্টিসীমা কমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

Post a Comment

Previous Post Next Post