আইএলটি-টোয়েন্টিতে প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে রানে হেরেছে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। ভাইপার্সের ওপেনার আন্দ্রেস গৌসের ৫৮ বলে ১২০ রানের হার না মানা ইনিংসের কাছেই মূলত হেরে যায় এমিরেটস। ম্যাচে বল হাতে ১ ওভারে ১০ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬ বলে ৮ রানের ইনিংস খেলেন তিনি।
হেরে গেলেও বিদায় নিচ্ছেন না সাকিবরা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ডেজার্ট ভাইপার্স। দুই ওপেনার ফখর জামান এবং আন্দ্রেস গৌস মিলে ওপেনিং জুটিতে তোলেন ১৫৭ রান। ৫০ বলে ৬৯ রান করেন ফখর। গৌস হাঁকান দারুণ এক সেঞ্চুরি। ৫৮ বলে ১২০ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। ১২ বলে ৩৮ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন স্যাম কারান।
ইনিংসের ৭ম ওভারে বল করতে এসে সাকিব আল হাসান দেন ১০ রান। উইকেট নিতে পারেননি। এমিরেটসের হয়ে একমাত্র উইকেট নেন এএম গাজানফার।
জবাব দিতে নেমে ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলেন এমিরেটস ওপেনার মোহাম্মদ ওয়াসিম। তিনে নেমে টম ব্যান্টন খেলেছেন ২৭ বলে ৬৩ রানের টর্নেডো ইনিংস। তবুও শেষ রক্ষা হয়নি। মাঝের ব্যাটারদের ব্যর্থতায় টপাটপ উইকেট হারিয়েছে এমিরেটস। সাকিব ৬ বলে ৮ রান করেন। শেষ দিকে রোমারিও শেফার্ডের ২৩ বলে ৩৯* রান হারের ব্যবধান কমিয়েছে শুধু। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানে থামে এমিরেটস। ৪৫ রানে জিতেছে ভাইপার্স।
ভাইপার্সের হয়ে ৩ উইকেট নেন উসমান তারিক।
এই জয়ে ফাইনালে চলে গেল ভাইপার্স। বিদায় নিচ্ছে না সাকিবদের এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। সেখানে জিতলে চলে যাবে ফাইনালে।
