এনসিপি থেকে সরে দাঁড়ালেন হাসনাতের সহযোগী নাহিদ

 

দেবিদ্বারে এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর সহযোগী মো. নাজমুল হাসান নাহিদ। ৫ আগস্টের পর থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সব কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে তাকে। নাজমুল হাসান নাহিদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এবং দেবিদ্বার উপজেলার সদরের ছোট আলমপুর এলাকার বাসিন্দা। 


সম্প্রতি নিজ সংগঠন যুবশক্তি নাহিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। এতে তিনি নিজের ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ঘোষণায় নাজমুল হাসান নাহিদ জানান, এই মুহূর্ত থেকে এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। 


প্রয়োজনে আমাকে যে কেউ প্রশ্ন করতে পারেন। অন্য একটি পোস্টে তিনি আরও লেখেন- সম্মানের জায়গা যেখানে নাই, সেখানে পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না। এর আগে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। 


অভিযোগের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশ জারির পর নাজমুল হাসান নাহিদের এই ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক নেতাকর্মী তার ঘোষণার পক্ষে ও বিপক্ষে মতামত দিচ্ছেন। এদিকে জাতীয় যুবশক্তিতে তার পদ-পদবী থাকলেও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এনসিপির মূল ধারার রাজনীতিতেই তিনি সক্রিয় ছিলেন। এ বিষয়ে জাতীয় যুবশক্তি বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।




Post a Comment

Previous Post Next Post