বুড়ো বয়সেও যেন ভেল্কি দেখাচ্ছেন মুশফিকুর রহিম। লামিচানের গুগলি খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে এগিয়ে যান হযরতউল্লাহ জাজাই। বল মিস করতেই বিদ্যুৎগতিতে নড়ে ওঠেন মুশফিক। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যেতে শুয়েই স্টাম্প ভেঙে দেন তিনি। এমন অদ্ভুত কিন্তু দারুণ দক্ষতায় করা স্টাম্পিংয়ে ১৮ বলে ২০ রান করে ফিরতে হয় জাজাইকে। অভিজ্ঞতার দারুণ এক নজির রেখে গেলেন টাইগার এই তারকা উইকেটকিপার-ব্যাটার।
Tags
খেলাধুলা
