বিগ ব্যাশ লিগে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। এক ওভারে টানা তিন বল—‘উইকেট’—নিয়ে তিনি গড়ে তুললেন স্মরণীয় এক মুহূর্ত। টানা তিন উইকেট তুলে নিয়ে শুধু ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেননি, বরং নাম লিখিয়েছেন টুর্নামেন্টের ইতিহাসেই।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে দায়িত্ব পান রিশাদ। প্রতিপক্ষ তখন সেট হয়ে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল। ঠিক তখনই অসাধারণ গুগলি আর লেগ-ব্রেকের নিখুঁত মিশেলে প্রথমে ফেরান বিপজ্জনক ব্যাটারকে। পরের বলেই আরেকজনকে এলবিডব্লিউ, আর হ্যাটট্রিক বলটি ছিল সত্যিকারের ‘ড্রিম ডেলিভারি’—যেখানে ব্যাটার সম্পূর্ণ ভুল পড়ে বোল্ড হয়ে ফিরে যান।
এই সাফল্যের পর সতীর্থরা ছুটে এসে ঘিরে ধরেন রিশাদকে। দর্শকদের উল্লাসে মুহূর্তেই মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। শেষ পর্যন্ত তার জাদুকরী স্পেলে প্রতিপক্ষ বড় সংগ্রহ গড়তে পারেনি, সুবিধা পেয়েছে দলও।
বাংলাদেশি তরুণ হিসেবে বড় মঞ্চে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে অনুপ্রেরণার। ক্যারিয়ারের শুরুতেই এমন ছাপ রেখে ভবিষ্যতের জন্য দল ও সমর্থকদের প্রত্যাশাও আরও বেড়ে গেল। ম্যাচ শেষে রিশাদ জানান, পরিকল্পনা অনুযায়ী বল করতে পারায় তিনি খুশি—দলের জয়ে অবদান রাখাই তার একমাত্র লক্ষ্য।
বিগ ব্যাশে দারুণ বোলিং করলেন রিশাদ হোসাইন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন..
