কেকেআরকে মুস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই!



সাম্প্রতিক সময়ে আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলেও বাংলাদেশ থেকে শুধু খেলবেন টাইগার এ পেসার!


নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ফ্র্যাঞ্চাইজি এ লিগে তার খেলা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। ভারতের বিভিন্ন সংগঠন আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক দিয়েছে। এমনকি কলকাতাকেও বয়কট করার হুমকি দিয়েছে তারা। মূলত বাংলাদেশের সাথে ভারতের কুটনৈতিক সম্পর্ক কিছুটা খারাপ হওয়া এমন দাবি তুলেছে কিছু গোষ্ঠী। যদিও এতোদিন মুস্তাফিজের পক্ষেই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


তবে নতুন খবর, কলকাতাকে নাকি মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে বিসিসিআই। এমনটাই খবর ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের।


বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’


অথচ কয়েকদিন আগে কয়েকদিন আগে মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়ার বিষয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। সংস্থাটির এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছিলেন, 'এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।'

Post a Comment

Previous Post Next Post