খালেদ আহমেদের বলে সাব্বির রহমানের ১০৯ মিটারের বিশাল ছক্কায় হতবাক পুরো গ্যালারি! “ও মাই গুডনেস”—ধারাভাষ্যকারের কণ্ঠেও ছিল বিস্ময়। গ্যালারিতে থাকা সুন্দরী গার্লফ্রেন্ড–বয়ফ্রেন্ডরাও অবাক হয়ে তাকিয়ে থাকেন এই অবিশ্বাস্য শটে। শক্তি, টাইমিং আর আত্মবিশ্বাস—সব মিলিয়ে সাব্বিরের এই ছক্কা হয়ে রইল ম্যাচের অন্যতম হাইলাইট।
Tags
খেলাধুলা
.png)