ম্যাচ হারলেও ইতিহাস! ৩৬০ ডিগ্রি ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিপিএলে বিশ্ব রেকর্ড শামীম পাটোয়ারীর”

 



শামীমের ৩৬০ ডিগ্রী ব্যাটিং, ৯ চার ৩ ছক্কায় ৮১ রানের ঝড়; ঢাকা-সিলেটের রুদ্ধশ্বাস ম্যাচ

দল জিততে না পারলেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের পূর্ণ প্রমাণ রাখলেন শামীম পাটোয়ারী। বিপিএলের গুরুত্বপূর্ণ এক ম্যাচে টপ অর্ডার দ্রুত ভেঙে পড়লেও একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেন এই তরুণ ব্যাটার।


ইনিংসের শুরু থেকেই উইকেট পড়ার মিছিল থাকলেও চাপের মধ্যেই নিজের স্বভাবসুলভ ৩৬০ ডিগ্রি ব্যাটিং প্রদর্শন করেন শামীম। মাঠের চারদিকে শট খেলতে গিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর ক্রমাগত চাপ তৈরি করেন তিনি। তার ইনিংসেই মূলত সম্মানজনক সংগ্রহে পৌঁছাতে সক্ষম হয় দল।


মাঝের ওভারে প্রয়োজন অনুযায়ী স্ট্রাইক রোটেশন এবং শেষের দিকে ঝুঁকি নিয়ে বড় শট—দুটোই দারুণভাবে সামলেছেন শামীম। যদিও অন্যপ্রান্ত থেকে প্রয়োজনীয় সাপোর্ট না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব হয়নি দলের।


তবে ম্যাচের ফল যাই হোক না কেন, শামীমের এই ইনিংস ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এমন ইনিংসই প্রমাণ করে কেন তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটার।



বিপিএলের মঞ্চে ধারাবাহিক এমন পারফরম্যান্স জাতীয় দলের ভাবনায়ও তাকে আবার সামনে নিয়ে আসতে পারে বলে মনে করছেন অনেকেই।




Post a Comment

Previous Post Next Post