ভারতের হরিয়ানার ফরিদাবাদ জেলায় ২৮ বছর বয়সী এক নারীকে চলন্ত গাড়িতে দুই ঘণ্টা ধরে ধর্ষণের পর রাস্তায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় ধর্ষকরা। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত সোমবার দিবাগত গভীর রাতে ঘটনাটা ঘটেছে।
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য জানিয়ে এনডিটি লিখেছে, রাত ৩টার দিকে শহরের এসজিএম নগরের রাজা চত্ত্বরে চলন্ত গাড়ি থেকে ওই নারীকে ফেলে দেয় ধর্ষকরা। এতে ওই নারী মুখে প্রচণ্ড আঘাত পান, রক্ত ঝরতে থাকে তাঁর মুখ থেকে। হাসপাতালে নেওয়ার পর ১০-১২টি সেলাই লেগেছে তাঁর মুখে।
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো ভয় ও শঙ্কায় আছেন তিনি। পুলিশ এখনো তাঁর বিবৃতি রেকর্ড করেনি বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি।
Tags
বিশ্ব
