আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের দল চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। মেগা এই টুর্নামেন্টে রাখা হচ্ছে না জাকের আলী ও নাজমুল হোসেন শান্তকে।
মূলত, বাজে ফর্মের কারণেই বাদ পড়ছেন জাকের। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ছন্দে থাকলেও টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হচ্ছে না টেস্ট অধিনায়ক শান্তকে। চলতি বিপিএলে চার ম্যাচে ২০৩ রান করে বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। তার গড় ৬৭.৬৭ এবং স্ট্রাইক রেট ১৪৭.১০। দুর্দান্ত এই পারফরম্যান্সের মাধ্যমেই তিনি টি-টোয়েন্টি দলে ফেরার আশায় ছিলেন।
টুর্নামেন্টে চার নম্বরে ব্যাট করার জন্য প্রস্তুত পারভেজ হোসেন ইমন। জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটানসকে অনুরোধ করেছিল, ইমনকে চার নম্বরে নামানোর জন্য। নতুন ভূমিকায় তার কার্যকরিতা যাচাই করতেই এই অনুরোধ। সেই যাত্রায় সফল ইমন। চার নম্বরে ব্যাট করে ইমন করেছেন ১৬৯ রান, গড় ৮৪.৫০ ও স্ট্রাইক রেট ১৫৯.৪৩।
ক্রিকবাজকে ইমন বলেছেন, ‘আমাকে যেখানে খেলানো হবে, সেখানেই মানিয়ে নিতে হবে। এটা চ্যালেঞ্জিং, তবে আমি উপভোগ করছি। আমার কাছে দলের স্বার্থই সবার আগে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে চার নম্বরে নেমে অপরাজিত ৩৩ রান করেন ইমন, যা সিরিজ জয়ে বড় ভূমিকা রাখে। টিম ম্যানেজমেন্টের একজন ক্রিকবাজকে জানান, ইমনের সঙ্গে এই ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে এবং তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে না খেলে আলোচনায় আসা শামীম হোসেন পাটোয়ারি শেষ পর্যন্ত দলে জায়গা ধরে রেখেছেন। অধিনায়ক লিটন দাস সে সময় প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বিশ্বকাপে শামীমকে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে।
গত ৩১ ডিসেম্বর সিলেটে জাতীয় নির্বাচক প্যানেল ও লিটনের বৈঠকের পর স্কোয়াড চূড়ান্ত করে বিসিবি। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেটিতে স্বাক্ষর করে ১ জানুয়ারি আইসিসিতে জমা দেন।
দল সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিপিএলে অপ্রত্যাশিত কিছু না ঘটলে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা কম, যদিও ২০ জানুয়ারি পর্যন্ত পরিবর্তন আনা যাবে। নির্বাচকরা একজন অতিরিক্ত ব্যাটার অন্তর্ভুক্ত করেছেন একজন পেস বোলারের পরিবর্তে, কারণ বাংলাদেশ গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলবে ভারতে। গত ছয় মাসে নিয়মিত খেলা ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছে নির্বাচকরা; দলে তেমন বড় কোনো চমক নেই।
