এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় আরও চার নেতা



জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় পর্যায়ের আরও চার নেতা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, আইসিটি সেলের প্রধান ফারহাদ আলম ভূঁইয়া এবং কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুল।

পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপির অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন। এ বিষয়ে তিনি আগে কার্যনির্বাহী পরিষদের সভায় ‘নোট অব ডিসেন্ট’ আকারে এবং পরে স্মারকলিপির মাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তার মতে, ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে খান মুহাম্মদ মুরসালীন ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের পদত্যাগের কথা জানান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে বৃহস্পতিবার থেকে তিনি দলের সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। ‘দেখা হবে রাজপথে’ এমন মন্তব্যও করেন তিনি।

এ ছাড়া আইসিটি সেলের প্রধান ফারহাদ আলম ভূঁইয়া আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুলও একইভাবে পদত্যাগপত্র দেন। টুটুল তার পদত্যাগপত্রে বলেন, দলের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ স্পষ্ট না হওয়া এবং সদস্যদের মধ্যে বৈষম্য তৈরির কারণে তিনি স্বেচ্ছায় এনসিপির সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।

এর আগে (৩১ ডিসেম্বর) রাতে ৯টার দিকে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এক বাক্যের ওই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ থেকে পদত্যাগ করছি।’ পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দপ্তর সেল ও সকল কেন্দ্রীয় সদস্যের কাছে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা)।

এরপর খবর আসে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।

শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের মানুষের ও দেশের সেবা করার। তবে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।




Post a Comment

Previous Post Next Post